Home রাজনীতি একজন সফল কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা

একজন সফল কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা

990
0
SHARE

দৈনিক সময়ের চিত্র ।। রিপোর্টারঃ জে আর মুন্না

ঢাকা,ধানমন্ডি-১৫ নং ওয়ার্ডের বর্তমান কমিশনার রফিকুল ইসলাম বাবলা।কমিশনার হবার পর থেকে তিনি এক দিনের জন্যও কর্ম বিরতি নেননি।মানুষের কল্যানের জন্য কাজ করতে গিয়ে এই সর্বদা হাসিমুখ ও অন্যের কষ্ট থেকে নিজের কষ্ট হিসেবে মেনে নেওয়া কমিশনার রফিকুল ইসলাম বাবলা অকাতরে নিজের ভালোবাসা বিলিয়ে যাচ্ছেন।

সকাল থেকে কমিশনার কার্যালয়ে সবাই কোন না কোন কাজের জন্য ভিড় জমান।এই ব্যস্ত সময়ের মধ্যে সবার সাথে কথা বিনিময় এবং সাথে এক কাপ চায়ের আড্ডার সাথে ব্যস্তময় ক্লান্ত দিন নিয়মিত রুটিন এই সফল কমিশনারের।

শীতকালে সবচেয়ে ভালো মানের কম্বল বিতরন ও অসহায় মানুষের মাঝে করোনার সময়ে সর্বদা চাল,ডাল বিতরন করে যাচ্ছেন কমিশনার রফিকুল ইসলাম বাবলা।

সমাজের নানামুখী কর্মসূচীতে অংশগ্রহন ও ক্রীড়াপ্রেমী কমিশনার রফিকুল ইসলাম বাবলার সারাজীবন সাধারণ মানুষের জন্য অকাতরে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন।জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি একজন কর্মী হিসেবে দলের সাথে কাজ করে যেতে চান।

 

image_print