রাজনীতি

এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার: জিএম কাদের

নীলফামারী প্রতিনিধি:

সরকার ও রাষ্ট্রকে এক করে সরকারি দল শুধু গণতন্ত্রকে ধ্বংস নয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বর্তমান সরকার। এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার।’ 

নীলফামারীর শহীদ মিনার চত্বরে আজ শুক্রবার সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সামনের দিনে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে তারপরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি।

তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। রুখে দাঁড়াতে চাই।

এ সময় জেলা জাতীয় পাটির আহ্বায়ক এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান আদেলুর রহমান আদেল এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button