মানিকগঞ্জ প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বৃহিস্পতিবার (৩০মে) দুপুরে চান্দহর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরিতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
লিখিত বাজেট পাঠ করে শুনান চান্দহর ইউনিয়নের সচিব রাজা মিয়া।
চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
এসময় তিনি মাদক ও তিন ফসলি জমির মাটি কাটার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা দেন। তিনি সকলকে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাইর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু হানিফ, শান্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ, জামির্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন লিটন, পৌর ওয়ার্ড কমিশনার কামাল হোসেন ও সামসুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে চান্দহরবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ২নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা চান্দহর ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং উন্নয়নের কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ, চান্দহর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিব মাহমুদ শিবলি, মুক্তিযোদ্ধা শাহজাহান আলম, মেম্বার মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার দ্বীন ইসলাম, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল গফর, ৭নং ওয়ার্ডের মেম্বার চান মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার আলী হোসেন, রিফাতপুরের আশরাফ আলী, ৩নং ওয়ার্ডের মেম্ববার আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ইউনুস আলী, ছাত্রলীগ নেতা ওয়াসীম মোল্লাসহ অনেকে।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।