দেশ

উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন 

মনজুরুল আলম, লালমোহন (ভোলা):

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল শেখ হাসিনা।

দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন এবং দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button