শিক্ষা

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে সৃজনশীল বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশন এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময় প্রকাশন ও আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহায়তায় উত্তরা পাবলিক লাইব্রেরি শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে ডা. লুৎফর রহমান রচিত ‘উন্নত জীবন’ বই ওয়াইড ভিশন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

(বৃহস্পতিবার) ১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুরে ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বই বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন
ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রফেসর ড. এম আবু জাফর ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মামস্- এম.এ. আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ কে মিলন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।
উল্লেখ্য যে, উক্ত কার্যক্রমের আওতায় উত্তরার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে এই বই বিতরণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button