ঈদ যাত্রাকে নিরাপদ করতে আশুলিয়ায় ‘নিসচা’র সচেতনতা মূলক ক্যাম্পিং

সোহাগ হাওলাদার, সাভার:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শহর থেকে গ্রামমূখী মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে ‘নিরাপদ সড়ক চাই(নিসচা)’ এর আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পিং করা হয়েছে। এসময় সড়কে চলাচলকৃত গাড়ির চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করাসহ পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ক্যাম্পিংয়ে আগত ‘নিসচা’র সদস্যরা।
বুধবার (৩ এপ্রিল) নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ ক্যাম্পিং করা হয়েছে। ক্যাম্পিং শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ক্যাম্পিংয়ে আগত ‘নিসচা’র সদস্যদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
সচেতনতামূলক বক্তব্যে ‘নিসচা’র সদস্যরা বলেন, বিভিন্ন পত্রিকায় পাতায় কিংবা টেলিভিশনে সড়ক দুর্ঘটনায় খবর দেখতে দেখতে আমরা হতাশ। রাস্তা পার হতে গিয়ে বাস কিংবা ট্রাকের চাপায় নিহত, বাসে বাসে সংঘর্ষ, বেপরোয়া গতির আঘাতে পাশে থাকা মটর সাইকেলের চালক কিংবা মাইক্রোবাসের ভিতরে থাকা মানুষগুলো হয় গুরুতর আহত, অথবা নিহত । এটা যেন প্রতিদিনের খবর।
তারা বলেন, সড়ক দুর্ঘটনায় কারণগুলোর মধ্যে অন্যতম বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, ট্রাফিক নিয়ম ভঙ্গ, পথচারীর ট্রাফিক আইন না জানা ইত্যাদি। এই দুর্ঘটনার সবচেয়ে বেশি শিকার হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বৃদ্ধ, শিশু ও কর্মজীবী মানুষ। এর ফলে হারিয়ে যাচ্ছে কারো মা-বাবা, কারো সন্তান কিংবা নিঃস্ব হয়ে যাচ্ছে একেকটি পরিবার।
তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, দেশে বছরে প্রায় ২৩ হাজার ১৬৬ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাংলাদেশ ইমার্জেন্সিতে প্রতিদিন ৩০০ রোগী আসে, যাদের মধ্যে ৪০% সড়ক দুর্ঘটনার রোগী। সড়ক দুর্ঘটনায় আহতদের অধিকাংশের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে। এর পরও আমাদের অনেকেরই ট্রাফিক আইন, রাস্তা পারাপারের নিয়মনীতি অজানা। জনমনে সচেতনতা, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এই দুর্ঘটনা কমানো সম্ভব।
এ সময় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি বলে জানান তারা।
‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ এর আশুলিয়া থানা কমিটির সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে উক্ত ক্যাম্পিংয়ে আরো উপস্থিত ছিলেন, নিসচা’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ লিটন, নিসচা’র আশুলিয়া থানা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় হোসেন, সদস্য মোঃ সুজন মিয়া, সাকিব আসলাম, হাসান ভূঁইয়া, ইউসুফ আলী খান, মোঃ সোহাগ হাওলাদার ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত ক্যাম্পিং টি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন নিসচা’র আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরকার।

এই বিভাগের আরো খবর