
বিদেশ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ইমরান খান আল-কাইদার ট্রাস্ট মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে তাকে রেঞ্জার্স বাহিনী নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ক্ষোভ প্রকাশ করে ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশের মহাপরির্দশক বিবৃতিতে ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।