ইওসির উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক।।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধিত ৩২ টি সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি)র উদ্যোগে সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ইওসির কার্যালয়ে সংস্থা প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মশালায় ইওসির কো-চেয়ারম্যান আ,শ,ম,আমানুল হাসান তাইমুর এর সঞ্চালনায়

ইওসির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান নাজনীন ইসলাম, এস এম মাহমুদুল হক, মো: আব্দুস সবুর, বিভাগীয় প্রধান মো: মনির হোসেন, সাইফুর রহমান , মো: কাজী আলম,খন্দকার লুতফর রহমান জুয়েলসহ ইওসির সাথে যুক্ত সংস্থা প্রধানগন।

কর্মশালায় উপস্থিত সকলেই স্ব-স্ব অবস্থান থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নিরপেক্ষ ভাবে নির্বাচন পর্যবেক্ষণ ও বস্তূনিষ্ঠ তথ্য উপস্থাপনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর