রাজনীতি

আ.লীগ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগন নিরাপদ নয়: ফকরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়। সরকার সারাদেশে সন্ত্রাস করে। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, এখন মফস্বলে ঘরে বসে সভা করলেও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে। জনগণের ওপর অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এবার রুখে দাঁড়াবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানা বিএনপির সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে না-ও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button