‎আ’লীগকে রুখতে সিংগাইর বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচী বিএনপি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

‎আওয়ামী লীগকে রুখে দিতে সিংগাইর অবস্থান কর্মসূচী পালন করেছে সিংগাইর বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তারা এই কর্মসূচী পালন করেন। এদিন তারা প্রথমে সিংগাইর বাসস্ট্যান্ডে অবস্থান করেন। পরে সেখান থেকে এক বিশাল কর্মী বাহিনীর মিছিল মিয়ে সিংগাইর বাজারে বিএনপির কার্যালয়ে অবস্থান নেন।

‎অন্য দিকে সিংগাইরে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক মিছিল নিয়ে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন।

‎এসময় তারা বলেন, গত ৫আগষ্টে স্বৈরাচার পরাজিত হয়ে পালিয়ে গিয়ে দেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু তাদের আর সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ স্বৈরাচার অনুসারীদের যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

‎এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আলাউদ্দিন, সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর নূর আলম বাবুল, কাউন্সিলর মাহফুজ সরকার, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন,উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার কাজী, সদস্য সচিব শফিকুল ইসলাম জীবন, পৌর সেবক দলের  আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান ওমর ফারুক মুন্না, সদস্য সচিব মিল্টন মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক আলমাছ হোসেন, সদস্য সচিব হৃদয় হোসেন।

‎এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুর রহমান খান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর, ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওবায়দুর রহমান, পৌর যুবদল নেতা নোয়াব আলি, পৌর বিএনপি নেতা শেরশাহ, উপজেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদ বিশ্বাস, যুবদল নেতা সোলায়মান খোকাসহ আরো অনেকে।

এই বিভাগের আরো খবর