আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

মোঃ এ কে নোমান, নওগাঁ :

নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে রংপুর জেলা দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নওগাঁ জেলা দল ও রংপুর জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি, জাতীয় ফুটবল দলের তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খান, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, যুবদল নেতা রুহেল হোসেন সুমন, মনিরুজ্জামান লিটন, ছাত্রদল নেতা আহসান হাবিব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় রংপুর জেলা দল নওগাঁ জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। খেলার পুরো সময়জুড়ে দর্শকদের উৎসাহ ছিলো চরমে, এবং হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।

এই বিভাগের আরো খবর