আমানুল হাসান তাইমুর বাস্কেট বল ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত
বিভিন্ন সংগঠনের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকাশ গণ কেন্দ্র (পিজিকে)’র নির্বাহী পরিচালক ও দৈনিক সময়ের চিত্র’র নিজস্ব প্রতিবেদক আ. শ. ম আমানুল হাসান তাইমুর।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বাস্কেট বল ফেডারেশনসহ ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
গত ৩০ আগস্ট ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে সংস্কারের উদ্দেশ্যে পুরোনো কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। এই সার্চ কমিটি ফুটবল, ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া ৫২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়–কর্মকর্তা, কোচ, রেফারিদের সঙ্গে আলোচনা করার পর এই ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। বাস্কেট বল ফেডারেশনে সভাপতি : ডা. শামীম নেওয়াজ। সহ সভাপতি: শাখাওয়াত হোসেন, আসিফ আজিজ। সাধারণ সম্পাদক: মেজর (অব.) মোহাম্মদ আতিকুল হাফিজ।যুগ্ম সম্পাদক: আ. শ. ম আমানুল হাসান তাইমুর, মোহাম্মদ ফয়সাল আজিম। কোষাধ্যক্ষ: মোহাম্মদ তানভীর তিতাস।সদস্য: মো. জাহিদুল ইসলাম (বুলু), ইকবাল হোসেন এমি, জহির উদ্দিন, নাজমুল, ক্যাপ্টেন (অব.) ফজলুর রহমান, বেগম আসরিন মৃধা, আইয়ান আনোয়ার, অপূর্ব জাহাঙ্গীর, অনিরুদ্ধ তালুকদার বর্ণ নির্বাচিত করা হয়। সফল সংগঠক ও সাংবাদিক আ. শ. ম আমানুল হাসান তাইমুর বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক সময়ের চিত্র ও যুব উন্নয়ন সংস্থা পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও প্রকাশক, যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ আর এম মামুন। আজকের আরবানের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, ইকো-কনসার্ন এর নির্বাহী পরিচালক সাইফুর রহমান, এল আর বি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া শিলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আ শ ম আমানুল হাসান তাইমুরকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।