‎আমাদের তথ্য দিন, সিংগাইর থেকে মাদক ও ইভটিজিং নির্মূল করে দেব: ওসি জাহিদুল ‎

মানিকগঞ্জ প্রতিনিধি:

‎সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেছেন, ইভটিজার ও মাদক কারবারীদের তথ্য আমাদের দিন, তথ্য দাতার নাম গোপন রাখা হবে, সিংগাইর থেকে মাদক ও ইভটিজিং নির্মূল করা হবে। সোমবার (২৮ অক্টোবর) সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা প্রধান আলোচক হিসেবে বক্তব্য দানকালে তিনি এই কথা বলেন।

‎তিনি বলেন, বালিকা বিদ্যালয়ের সামনে কোন বখাটের কোন ধরণের আড্ডা থাকতে পারবেনা। শিক্ষার্থীদের কোন ধরণের বিরক্ত করা যাবেনা। ইভটিজার ও বখাটেদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

‎তিনি প্রতিটি অভিভাবকদের অনুরোধ করে বলেন, আপনার সন্তানদের সুশাসন করুন। যাতে তারা কোন অপরাধে জড়িয়ে না পড়ে। অনেক অভিভাবকদের দেখা যায়, তার সন্তানদের ভালবেসে বাইক কিনে দেন, কিন্তু আপনার সেই সন্তানটির খোজ রাখেন না তারা কোথায় যায় বা কি করেন। আপরাধে জড়িত এসকল অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

‎এছাড়া অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন। এবং পুলিশের পক্ষ থেকে যে কোন সহযোগীতার আশ্বাস দেন ওসি জাহিদুল ইসলাম।

‎সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মত বিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এদিন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

‎সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম হান্নানের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু বুক্কর সিদ্দিকী, সহযোগী অধ্যাপক (অঃ) জগদিশ চন্দ্র মালো, অভিভাবক ইস্রাফিল, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আকলিমা রাজ্জাক, আহসান হাবিবসহ অনেকে। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর