দেশ

আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী কাদের মিয়া জয়ী

বরগুনা প্রতিনিধি।।

বৃহস্পতিবার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া নৌকা প্রতিক নিয়ে ২৮ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওমর ফারুক হাত পাখা প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৭২৮ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সেলিম রেজা জানান, নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়েছেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে। উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথে মোট ভোটার ছিলেন এক লাখ ৭১ হাজার ৮৬ জন। ভোট গ্রহণের জন্য ৬১ জন প্রিজাইর্ডিং, ৫৪৯ জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত ছিলেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ভোটে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকে মো. ওমর ফারুক ও স্বতন্ত্র আনারস প্রতিকে মো. জিল্লুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষণা করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button