
আমতলী (বরগুনা) সংবাদদাতা:
আমতলীতে ৫দিন ব্যাপী হাঁস পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এনএসএস প্রশিক্ষণ সেন্টারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির সহযোগিতায় এনএসএস এ প্রশিক্ষণের আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক। সভায় বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, এনএসএস এর পরিচালক মো. জহিরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রাণী সম্পদ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মো. আতাউর রহমান জুয়েল ও ফয়জুন নেছা কেয়া। প্রশিক্ষণে ২৬২ জন নারী উপকারভোগী অংশগ্রহন করে।