দেশ

আমতলীতে বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

আমতলী (বরগুনা) সংবাদদাতা।। 

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার টাইবুনালে পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুটি মামলায় বর্তমানও সাবেক চেয়ারম্যানসহ আসামী সংখ্যা ১৩ জন। মামলা দুটি আমলে নিয়ে দ্রুত ট্রাইবুনালের বিচারক পটুয়াখালী পিবিআইকে তদন্ত পূবর্ক প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন।

 

বর্তমান চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলামের পক্ষে ১২ এপ্রিল করা মামলা সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ শুক্রবার সকাল ৮টার সময় গুলিশাখালী গ্রামের ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইটভাটার পশ্চিম পাশে মামলার বাদী সামসু প ায়েতকে দেখতে পেয়ে মামলার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (৫৫) মো. নুরুদ্দিন (৪৯) সালাম প ায়েত (৪৮) মো. মস্তফা(৪৮) মো.রোকন(৪৫)মো. ওহেদুল (৩৮) স্বপন মোল্লা(৪৫) মো.মোতালেব গাজী (৪২) ও মো. শাহিন গাজী(৪০) মিলে বাদী সামসু প ায়েতকে মারধর করেন এবং ৫ লক্ষ টাকা চঁাদা দাবী করেন। এসময় তারা ৫ রাউন্ড শর্ট গানের গুলিও করেন বলে মামলায় উল্লেখ করেন। এবং চাঁাদার ৫ লক্ষ টাকা না দিলে বাদীকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন বলে উল্লেখ করেন।

অপর মামলাটি করেন সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলামের পক্ষে ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার ইটভাটার ম্যানেজার মো. সানোয়ার হোসেন। ২ এপ্রিল দায়ের করা ওই মামলার আসামী সংখ্যা বর্তমান চেয়ারম্যান এইচ এম মো. মনিুরুল ইসলামসহ ৪জন। অন্য আসামীরা হল মো. শামসু প ায়েত(৪৮), জসিম চৌকিদার, মো. মিরাজ হোসেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন আসামীরা গত ৩১ মার্চ তার নিকট ১০ লক্ষ টাকা চঁাদা দাবী করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লক্ষ টাকা না দিলে তাকে জীবন নাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যানসহ মামলায় উল্লেখিত আসামীরা আমার ইট ভাটার ম্যানেজারের নিকট ১০ লক্ষ টাকা চঁাদা দাবী করেন। টাকা না দিলে তাকেসহ আমাদের জীবন নাশের হুমকির প্রদান করেন।

বর্তমান চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ উল্লেখিত আসামারী সামসু প ায়েতের নিকট ৫ লক্ষ টাকা চঁাদা দাবী করেন। দাঁদা দিতে অস্বীকার করলে আসামীরা বাদীসহ আমাদের জীবন নাশের হুমকি প্রদান করেন।

মামলা দুটি আমলে নিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পটুয়াখালীর পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button