
আমতলী (বরগুনা) সংবাদদাতা:
আমতলীর শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর ৪টার সময় রুবেল খান (২২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে পৌনে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে একদল সদস্য আমতলীর শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে রুবেল খান (২২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যাগের ভিতর থেকে ১ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রুবেল খানকে আমতলী থানায় গাঁজাসহ হস্তান্তর করে র্যাব সদস্যরা।
আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার সরকার বলেন, গাঁজাসহ আটক রুবেল খানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যািেজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।