
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
‘দুর্যোগ প্রস্তুতিতে সবার অংশগ্রহন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে নারী ও শিশু সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্ক বার্তা প্রচারাভিযান উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এফএইচ এসোসিয়েশন আমতলী এড়িয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এফএইচ এসোসিয়েশন কুকুয়া কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার বিকেল ৩টায় কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোহরাওয়াদর্ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন এফএইচ এসাসিয়েশন বরগুনা, পটুয়াখালী ও আমতলী অ লের এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুকুয়া ইউনিয়ন সিপিপির টিম লিডার মো. ফরিদ উদ্দিন তালুকদার, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা একেএম নুরুল হক, ইউপি সদস্য সাইদুল হক, ইউপি সদস্য মো. আউয়াল হাওলাদার, ইউপি সদস্য তাছলিমা বেগম, উদ্দীপন এর ম্যানেজার মো. ফাহাদ আলম প্রমুখ। সভা স ালনা করেন এফএইচ এর সিনিয়র এনিমেটর মো. বেল্লাল হোসেন। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।অনুষ্ঠানের সার্ভিক ত্ত্বাবধানে ছিলেন এফএইচ এসাসিয়েশন কুকুয়া ইউনিয়নের টিম লিডার মো. এনামুল হক।