
খেলাধুলা ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম ম্যাচের একাদশই আজ দ্বিতীয় ম্যাচে অপরবির্তত রেখেছেন। স্বাগতিক বাংলাদেশ একাদশে পরিবর্তন না আসলেও সফরকারী আফগানিস্তান তিন পরিবর্তন এনেছে।
প্রথম ম্যাচ খেলার পর আফগানিস্তানের চার জন খেলোয়াড় দলে যোগ দিয়েছেন। ইউরোপে খেলা এই ফুটবলাররা আজ যোগ দেয়ায় আফগানদের শক্তি আরো বেড়েছে।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আজকের ম্যাচে যে দল জয়ী হবে সেই দল সিরিজ জিতবে। আজকের ম্যাচও ড্র হলে সিরিজটি ড্র থাকবে। গত মাসে অনুষ্ঠিত নারী প্রীতি ম্যাচ সিরিজে বাফুফে অবশ্য সিরিজ নির্ধারণের জন্য টাইব্রেকার করেছিল। এই সিরিজে অবশ্য তেমন কিছু নেই।
প্রথম ম্যাচে সাধারণ দর্শকদের জন্য টিকিট সংগ্রহের সুযোগ সেই অর্থে ছিল না। দ্বিতীয় ম্যাচে অবশ্য সীমিত সংখ্যক টিকিট বসুন্ধরা আবাসিক এলাকার দুই ব্যাংকে বিক্রি হয়েছে। পাশাাপশি স্টেডিয়াম সংলগ্ন একটি টিকিট কাউন্টারও ছিল।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, ইসা ফয়সাল,