
নাদিম হোসেন খাঁন ।। আনন্দ, বেদনায় আতরের ব্যবহার সর্বজন বিদিত। আহির মিজি আতরের ফেরিওয়ালা। আহির মিজি শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে আতর ফেরি করে বেঁচে। হঠাৎ তার সাথে পরিচয় হয় এক যুবকের। যুবকের নাম আলোক। আলোক বই ফেরি করে বিক্রি করে। তাদের দুজনের মধ্যে চাচা ভাতিজার মত খুব ভালো সম্পর্ক গড়ে উঠে। কারণ আহির মানুষের শরীরে ব্যবহারের জন্য সুগন্ধি বিক্রি করে, আলোক মানুষের মগজে ব্যবহারের জন্য সুগন্ধি বিক্রি করে। পক্ষান্তরে দুইটাই সুগন্ধি।
ঘটনা পরম্পরায় আহির একদিন আলোককে তার বাড়ি নিয়ে যায়। আলোক, আহিরের বাড়ি দেখে বিস্মিত হয়। আলোক আরো বিস্মিত হয় আলোকের অপরূপা সুন্দরী মেয়ে সুগন্ধাকে দেখে। আলোক যখন জানতে পারে সুগন্ধা বাক প্রতিবন্ধী তখন তার মধ্যে মায়া এবং প্রেম জন্ম নেয় এবং আলোক জানতে পারে এত সহায় সম্পত্তি থাকার পরও কেন আহির আতর ফেরি করে বিক্রি করে।
ঘটনা পরিক্রমায় আহির এবং সুগন্ধার মধ্যে যখন প্রেমের দৃষ্টি স্থাপন হবে ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় সুগন্ধার সার্বক্ষনিক দেখাশুনা করার জন্য নিয়োজিত খালাত বোন লিজা। এভাবেই গল্প এগোতে থাকে।
আতর নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হোসাইন নীরব, রিসা চৌধুরী, মানসী প্রকৃতি, সৈকত খান, বিটলু শামীম এবং আরো অনেকে।
আতর নাটকটি ৭ জুলাই ২০২৩ শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।