নিজস্ব প্রতিবেদক:
খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের হাজতখানা থেকে তাকে আদালতের এজলাসে নেয়ার সময় সে দৌঁড়ে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামি হলেন, দৌলতপুর থানা এলাকার পাবলা দত্ত বাড়ির মিন্টু সরদারের ছেলে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বসানো হয়েছে চেকপোস্ট।
পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার দৌলতপুর থানার একটি চুরির মামলায় কারাগারে ছিলেন। আজ আদালতে তার হজিরার দিন। বেলা ১১টার দিকে তাকে আদালতের দিকে নেওয়া হয়।
এ সময় এজলাসে না উঠে আসামি পালিয়ে যান। আসামি গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। নগরীর বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, পালিয়ে যাওয়া আসামি হৃদয়কে ধরতে অভিযান শুরু হয়েছে।