আটকেপড়া ৭০০ পর্যটক সাজেক ছাড়লেন

নিজস্ব প্রতিবেদক:
মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে ভ্রমণে গিয়ে আটকা পড়া ৭ শতাধিক পর্যটক খাগড়াছড়ির ছেড়েছেন। বুধবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে তারা সাজেক থেকে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে রওনা হয়েছেন। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেকের আশাপাশের সড়কগুলো তলিয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার (২ জুলাই) থেকে সাজেকে আটকা পড়েন ৭ শতাধিক পর্যটক।

এই বিভাগের আরো খবর