Uncategorizedদেশ

আজ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূইঁয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

নিজেস্ব প্রতিবেদক:

ফেনী কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা, ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উওোলক, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ফেনী জেলার আহবায়ক, ফেনী জেলা জাসদ (ইনু) সাবেক সভাপতি, নতুন প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকাস্থ ফেনী গুণীজন ও মুক্তিযোদ্ধা মূল্যায়ন পরিষদের সভাপতি, সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ।

অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়ার আজ ১২ই নভেম্বর ১৫তম মৃত্যুবার্ষিকী।

২০০৮ সালের এই দিনে তিনি চিকিৎসারত অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরন করেন।

উল্লেখ্য তিনি সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতী, কলামিস্ট ও নটরডেম ইউনিভার্সিটির ইংরেজীর সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার পিতা।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গ্রামের বাড়ী ও ঢাকার রামপুরায় মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button