
সময়ের চিত্র অনলাইন ডেস্ক:
আজ বুধবার তফসিল ঘোষণা হলে হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল দিবে বিএনপিসহ সমমনা দল গুলো।
আজ সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।
তফসিল ঘোষণা হলে তা প্রত্যাখান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
একাধিক সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া, তফসিল ঘোষণার পরপরই সারাদেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি ছাড়াও রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল।