ভোলা প্রতিনিধি।
নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ আগস্ট) বিকালে দৌলতখান যুবদলের আয়োজনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মোঃ আকবর হোসেন।
এসময় ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ
প্রধান অতিথির বক্তব্য বলেন, আওয়ামী লীগ ১৫ বছর দেশকে শাষনের নামে শোষন করে রাজনীতিকে ব্যবসায় রুপান্তর করছে। যেকারনে সাধারন মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেশ। সরকারের দেওয়া বিনামূল্যের জিনিসও অর্থ দিয়ে কিনে তারা সেবা নিতে হয়েছে। আর যারা এখানে জনপ্রতিনিধি ছিলো তাদের দেশে বিদেশে সম্পদ বেড়েছে। আর এই জনপদের সাধারন নাগরিকরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
এসময় তিনি আরো বলেন,রাজনৈতিকে ব্যবসা হিসাবে চিন্তা করলে হবে না।রাজনীতি করতে হলে নাগরিকের কল্যানে কাজ করতে হবে। রাজনীতি হলো মানুষের কল্যান করার একটা জিনিস। আওয়ামী লীগ রাজনীতির নামে ব্যবসা করতে গিয়ে আজকে পালিয়ে গেছে। যারা রাজনীতির নামে ব্যবসা করবেন তারা পালাবেন। যে কল্যান করবে সে এলাকায় থাকবে।
এসময় তিনি আরো বলেন,৩৬ জুলাই এর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বর্তা নিয়ে আমরান বাংলাদেশেকে নতুন বাংলাদেশ গড়তে আসছি। তাই আমরা বিএনপির মূল দল থেকে শুরু করে ছাত্রদল,যুবদল,শ্রমীকদল,স্বেচ্ছাসেবক দল,
সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে নতুন করে গড়ে তুলতে হবে।
এসময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আমার আর আপনাদের অন্যদেশে বাড়ি ঘর নাই। এই বাড়িতে যদি আগুন লাগে আমাদের কিন্তু পালানোর জায়গা নেই। এইখানেই থাকতে হবে।
তাই আমাদের সকলের দায়িত্ব নাগরিক যেন শান্তিতে থাকতে পারে। সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এমন করে কাজ করতে যেন আমরা প্রত্যাক বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি।
আজকে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এমন কোন কাজ করবো না যেন এক সময় যুবদলকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।
তাই সবার কাছে অনুরোধ যুবদলকে যুব সমাজকে গড়ে তোলার কাজ করতে হবে।
এই সময় প্রধান অতিথি ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ আরো বলেন, দৌলতখানের এক সময় অনেক সুনাম ছিলো শিক্ষায়। কিন্তু আওয়ামী লীগের ১৫ বছরে দৌলতখান উপজেলার শিক্ষা কে ধ্বংস করে শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দেয়া হয়েছে। শিক্ষা পরিবর্তে চাঁদাবাজী শিখানো হয়েছে। যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই উপজেলা থেকে এখন আর বুয়েটে চান্স পাচ্ছে না। তারা শিক্ষার্থীদের মেধাবী না করে ক্যাডার বানিয়েছে।আওয়ামী লীগ ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। আমরা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল না। আমরা জনগেনর দল। জনগনের কল্যান করার দল।
আওয়ামী লীগ এতো উন্নয়নের কথা বলে তাহলে কেন আমাদের এই উপজেলা থেকে মেধাবী ছাত্র এগিয়ে যেতে পারেনা।
তাই এখন আমাদের দায়িত্ব নিয়ে আমাদের সমাজের উন্নয়ন করতে হবে। তাই সবাইকে ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় তিনি আরো বলেন, আমার বাবা ১৫ বছর নিজ এলাকায় ঠিক মতো আসতে পারেনি। ২০১৪ সালে আমার উপর বাড়িতে হামলা করেছে। কিন্তু আমরা দেশ ছাড়ি নাই। আমরা এলাকার কল্যানে বিরোধী দলের সময় ভোলার কল্যানে এখানকার মাটি ও মানুষের জন্য কাজ করেছি নিজের পকেটের টাকা খরচ করে।
নিজেদের মধ্যে ঐক্য ঘরে এগিয়ে যেতে হবে আমাদের।
এই সময় ব্যারিস্টার মারুফ আকাশ আরো বলেন, যে আওয়ামী লীগ আপনাদের সাথে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনারা মাফ করেন কিন্তু ভুলে যাবেন না। কারন প্রতিহিংসার রাজনীতি করতে গেলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই জনগনের কল্যান মাথায় রেখে মাফ করে দলকে ঐক্য বদ্ধ ভাবে গড়ে তোলার আহবান জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুমন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন জাবেদ, পৌর যুবদল নেতা আলমগীর হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া প্রমুখ। এর দীর্ঘ ১৬ বছর পরে আয়েজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত।এ সময় উপজেলা বিএনপি নেতা নাজিমুদ্দিন হাওলাদার, পৌর বিএনপি নেতা আবুল বশির, বিএনপি নেতা গোলাম কবির স্বপন, বিএনপি নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বেচ্ছায় রক্তদান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।