Home শিক্ষাঙ্গন আইএসইউ ’র আয়োজনে কুমিল্লায় উচ্চশিক্ষা সেমিনার

আইএসইউ ’র আয়োজনে কুমিল্লায় উচ্চশিক্ষা সেমিনার

58
0
SHARE

সময়ের চিত্র ডেস্ক ।।

কুমিল্লার বরুড়ায় ছোটতুলাগাঁও মহিলা কলেজে ‘বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এর আয়োজন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

সেমিনারে অংশ নেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতে আইএসইউ’র নানা উদ্যেগের প্রশংসা করে বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা মেধাবীদের সঠিক পথে পরিচালিত করবে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করলে উচ্চশিক্ষা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠবে।

আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন জানান, কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করবে। দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এ লক্ষ্যে আইএসইউ দক্ষ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা দিয়ে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন– ছোটতুলাগাঁও মহিলা কলেজের সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাবিহা সুলতানা, আইএসইউ ’র ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার ড. মইনুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকার বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক মো. নাইমুর রহমান রতন মণ্ডল, মো. হোসেন আহমেদ, আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, এডমিশন অফিসার গোলাম রাব্বানী এবং জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরী।

image_print