রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদানের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার, ১৩ ফেব্রুয়ারি, বাদ জোহর। জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডিতে অবস্থিত এবং জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত জেড. এইচ. সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে।
জয়নুল হক সিকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার, ফজলে রাব্বি মিয়া, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুল্লা আল জ্যাকব এমপি, সাদেক খান এমপি, আলি আজম মুকুল এমপি, আসলামুল হক এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, শরিয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুর রহমান খোকা সিকদারসহ অন্যান্য রাজনৈতিক কর্মী।
এছাড়া পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সিকদার গ্রুপ অব কোম্পানিজ এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে গত বুধবার ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং সিকদার গ্রুপ অব কোম্পানিজ- এর চেয়ারম্যান জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি, বিকাল ৫টা ১০মিনিটে একটি বিশেষ বিমানে করে জয়নুল হক সিকদারের মরদেহ দেশে নিয়ে আসা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।