মানিকগঞ্জ প্রতিনিধি:
নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন এমন অভিযোগ পুরনো। অনেক ব্যবসায়ী টাকার লোভে প্রকৃতি ধ্বংসের কাজে লিপ্ত হয়েছেন বলে খবর এসেছে। অভিযোগ রয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইটভাটার মালিকদের বিরুদ্ধে। ইটভাটার ব্যবসার অন্তরালে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করেন অনেকে। যার প্রতিবাদ করেছেন স্বয়ং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এসকল বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ পন্থায় যারা বালু উত্তোলন করবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। সম্প্রতি উপজেলার খোলাপাড়ায় সিংগাইর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির এক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, আমাদের কাছে স্পষ্ট অভিযোগ রয়েছে, ইটভাটার ব্যবসার আড়ালে অনেকেই অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। অনেকে বালুর স্তূপ করে রেখেছেন বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। বালু উত্তোলনের ফলে প্রকৃতির কত বড় ক্ষতি হচ্ছে, তা চোখে দেখা না গেলেও অদূর ভবিষ্যতে আমাদের এই ক্ষতির মুখোমুখি হতে হবে। আমি বিএনপির একজন নেতা ও সচেতন নাগরিক হিসেবে এই ক্ষতি হতে দেব না।
ইটভাটার আড়ালে যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করবে, প্রয়োজনে এসকল ব্যসায়ীদের লাইসেন্স বাতিলের হুমকি দেন বিএনপির এই নেতা। শুরু ইটভাটা নয়, যারাই যেখানে অবৈধ ভাবে যেখানে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি যোগ করেন।
ওই দিন সিংগাইর উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমতির নতুন পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হলেও পরে কমিটি গঠন না করে সভার সমাপ্তি করা হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটি গঠন হবে বলে সভায় জানিয়ে দেয়া হয়। সভায় সমিতি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।