জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
গোবিন্ধল ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ২০তম বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের আয়োজনে কোরিওগ্রাফি প্রদর্শন করা হয়। সব শেষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
অত্র বিদ্যালয়ের সদ্য বিলুপ্ত ব্যবস্থাপনা কমিটির সভাপতি খান মোহাম্মদ রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম হান্নান সহ অনেকে।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার।
আরো বক্তব্য রাখেন, সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকরাম হোসেন, অবসর প্রাপ্ত অধ্যাপক বাবু জগদিশ চন্দ্র মালু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মো. আওলাদ হোসেন, ব্যবস্থাপনা পরিষদের উপদেষ্টা মঞ্জুর কাদের, সদস্য বাবুল ইসলাম ভূইয়া, সাইদুর রহমান আকুন, শফিকুল ইসলামসহ অনেকে।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী, সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।