অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৬

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে।  স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কমরসুল ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, ‘কারখানা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এ হিসেবে মৃতের সংখ্যা ছয়জন। নিহত সবাই পুরুষ বলে আমাদের ধারণা। তবে আপাতত আমরা লাশের হিসাব করছি। বিস্তারিত পরিচয় পরে জানা যাবে।

নিহতদের মধ্যে শামসুল আলম (৫০) ও ফরিদ (৩৫) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। শামসুলের বাড়ি সীতাকুণ্ডের কদমরসুল এবং ফরিদের বাড়ি ফৌজদারহাটে।

এ ছাড়া নিহত আরেকজন পুরুষ এবং বয়স ৪০ বছর বলে জানা গেছে। বাকি তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে তিনজন মারা গেছেন। আরও ১৭ জন হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬) এবং জাহিদ হাসান (২৬)।

নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সীমা শিল্পগ্রুপের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এই বিভাগের আরো খবর